নেছারাবাদ (স্বরূপকাঠি) অঞ্চলে সম্প্রতি কুকুরের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জনসাধারণের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিশুরা, বৃদ্ধরা এবং গ্রামীণ গৃহস্থ পরিবারের মানুষরা সরাসরি ক্ষতির শিকার হচ্ছেন।
শিশু ও বৃদ্ধদের জন্য বিপজ্জনক
রাস্তাঘাটে অবাধে ঘুরে বেড়ানো কুকুরগুলো অনেক সময় শিশু ও বৃদ্ধদের ধাওয়া করে বা কামড়ে দেয়। এতে মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংখ্য পরিবার।
চলাফেরার সময় পথচারীদের হঠাৎ আক্রমণ করে কুকুরে কামড়ানোর ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিতে হয় এবং অনেক সময় ভ্যাকসিনের ব্যবস্থা করাও কষ্টসাধ্য হয়ে পড়ে।
হাঁস-মুরগি, ছাগল কিংবা গরুর বাচ্চাদের উপরও আক্রমণ করে কুকুর। এতে দরিদ্র পরিবারগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আক্রান্ত কুকুরের কামড়ে জলাতঙ্ক (Rabies) নামক মারাত্মক রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। যা সময়মতো প্রতিরোধ না করলে মৃত্যুর আশঙ্কাও থেকে যায়।