বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বগুড়া শহরের রেলওয়ে মার্কেটস্থ ইউনিয়নের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মাহমুদ শরীফ মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব হোসাইন আহমেদ আকাশ এর সঞ্চালনায় আনুষ্ঠানিক সভার মাধ্যমে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠু।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ আগস্ট বগুড়া টিটু মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ জুলাই থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং ১৭ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে।তফসিল ঘোষণার পুর্বে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডল জাতীয়তাবদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানোহয়। তফসিল ঘোষণার অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলাম সওদাগর, এডভোকেট আবদুল মতিন, মন্ডল, মো. ইলিয়াস হোসেন এবং মো. কোরবান আলী।এছাড়া, সংগঠনের সভাপতি লিটন শেখ বাঘা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—সুলতান পশারী, মো. রাজু শাহা, সফিকুল ইসলাম মানিক, শামীম হোসেন, ইয়াকুব আলী, আমিন ইসলাম, শাওন ইসলাম, মো. রানু, মো. রতন, বিল্টু প্রামানিক,সাজু হোসেন,আব্দুস সোবাহান, প্রমুখ।সভায় বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে সকল প্রার্থী ও সদস্যদের সহযোগিতা কামনা করেন।