সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮জুলাই) তিনি
আকস্মিক পরিদর্শনে তিনি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে ঢুকে শিক্ষার্থীর সঙ্গে প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন। পরে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ-খবর সহ শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করেন এবং ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত স্কুলের আসার জন্য অনুপ্রেরণামূলক বিভিন্ন বার্তা দেন এবং শিক্ষার্থীদের আসন সংকট নিরসনে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বেঞ্চ বিতরণ করেন। একই দিনে স্থানীয় একটি বিলে পোনা মাছ অবমুক্তকরণ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নারিকেল ও তালের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।
অন্যদিকে, নিলাক্ষীয়া বিলে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধি এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে। এই উদ্যোগ মৎস্যজীবীদের জীবিকার উন্নয়নেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে ইউএনও মাসুদ রানা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নারিকেল ও তালের চারা বিতরণ করেন। তিনি নিজেও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে চারা রোপণ করেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে তাদের ধারণা দেন। এই কার্যক্রমের মাধ্যমে একটি সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ তৈরির বার্তা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যত। আর শিক্ষার প্রাথমিক স্তর হচ্ছে জাতির মূল ভিত্তি তথা মূল শিকড়। তাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যথাযথ উপস্থিতি নিশ্চিত সহ মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরী করা আমাদের দায়িত্ব। বকশিগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থাকে মডেল হিসাবে গড়ে তুলতে এই চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হোসনা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।