নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। মোট পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারের অভিযান পরিচালনা করে দুটি সিলগালা ও দুটিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তাঞ্জলিরুল ইসলাম রায়হান।
জানা গেছে, অভিযান পরিচালনার সময়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শস্য ডায়াগনস্টিক সেন্টার ও আফরোজ ডিজি ল্যাব সিলগালা করে বন্ধ করে দেয় প্রশাসন। এছাড়া অব্যবস্থার কারণে বিরিশিরির নিরাময় ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও বুশরা ডেন্টাল কেয়ারকে তিন হাজার টাকা মোট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে প্রয়োজনীয় সকল কাগজপত্র তলব করা হয় জিবিসি ব্রডব্যাংকস ক্লিনিক ও নার্সিং হোমকে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তাঞ্জলিরুল ইসলাম রায়হান জানান, সারা দেশে চলমান কার্যক্রমের অংশ হিসেবেই দুর্গাপুরে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সামনের দিনগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে।