1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোংলা বন্দরে কর্মচাঞ্চল্য বৃদ্ধির পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা ফুলবাড়ীতে আঞ্জুমানে ইত্তেহাদুল ওলামার কমিটি গঠন শ্রীমঙ্গলের হরিনছড়ায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে ৪ তরুণের মৃত্যু কিচক আইডিয়াল একাডেমি এসএসসি ফলাফলে উপজেলার সেরা প্রতিষ্ঠান অচল রাকসু নয়, দরকার সক্রিয় প্রতিনিধি পরিষদ’—নেতাদের কণ্ঠে প্রত্যাশা উলিপুরে সৌর বিদ্যুৎ নি‌য়ে বিপা‌কে দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা ডোমারে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রমের উদ্বোধন বরগুনায় শহীদ ৮ পরিবারকে জামায়াতের নগদ সহায়তা প্রদান লালমনিরহাট সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১কলেজ ছাত্রী নিহত,৪ কলেজ ছাত্রী আহত উজিরপুরে অস্ত্র ঠেকিয়ে সাংবাদিকের কাছ থেকে চেক ও টাকা ছিনতায়ের ঘটনায় আদালতে মামলা

খুলনা জেলার কয়রায় সুন্দরবন পর্যটন কেন্দ্রের উদ্বোধন: এক নতুন দিগন্তের সূচনা

এস এম এ রউফ,কয়রা(খুলনা)প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

: বুধবার ৯ জুলাই এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনার কয়রায় “কয়রা সুন্দরবন পর্যটন কেন্দ্র”-এর  উদ্বোধন করা হয়েছে। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুপুর ১টায় ফিতা কেটে এই নতুন পর্যটন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই দিনে গোবরা মিনি পর্যটন কেন্দ্রের উদ্বোধনও সম্পন্ন হয়, যা কয়রার পর্যটন শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ মোঃ মোস্তাফিজুর রহমান এবং গীতা পাঠ করেন তাপস কুমার। এ সময়ে  অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন জনাব রুলী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়রা, খুলনা, কয়রা কোস্টগার্ড কন্টিনজেন্ট ওয়াহিদ, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব,মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমির ,মোঃ শরিফুল আলম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ,এম এ হাসান, বিএনপির জেলা সদস্য।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রিয়াছাদ আলী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম কয়রা সুন্দরবন পর্যটন কেন্দ্রের গুরুত্ব তুলে ধরে বলেন, “এই পর্যটন কেন্দ্রটি কয়রার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। এটি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করবে এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে দেশী-বিদেশী পর্যটকদের কাছে তুলে ধরবে। সুন্দর বনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক,ও পলিথিনের ব্যবহারে দিক নির্দেশনা মূলক পরামর্শ ও সতর্কতা অবলম্বনের দৃষ্টি আকর্ষণ করেন। ” তিনি পর্যটন শিল্পের বিকাশে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আদিবাসী মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার দাবি জানানো হয় এবং উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই পর্যটন কেন্দ্র কয়রার আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক হবে এবং সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা এই অঞ্চল পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। কয়রা সুন্দরবন পর্যটন কেন্দ্র এবং গোবরা মিনি পর্যটন কেন্দ্রের উদ্বোধন নিঃসন্দেহে কয়রার পর্যটন খাতে এক যুগান্তকারী পদক্ষেপ। এটি কেবল স্থানীয়দের জন্য নতুন সুযোগ তৈরি করবে না, বরং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বের দরবারে আরও ভালোভাবে উপস্থাপনে সহায়ক হবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com