কক্সবাজারের উখিয়া টেকনাফ পাহাড় ঘেরা এই জনপদ এখন ভয়াল এক বিপদের মুখোমুখি, প্রতিদিন মিয়ানমার সিমান্ত পেরিয়ে ডুকছে লাখ লাখ ইয়াবা। সেই নেশার আগুনে পুড়ে চাই হচ্ছে এখানকার তরুন সমাজ।
আইনশৃংখলা বাহিনীর তথ্য বলছে, প্রতিদিন অভিযানে কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে, গাজা ফেন্সিডিল ইয়াবা এমন কি ভয়ংকর আইস, গ্রেফতার হচ্ছে তরুন যুবক এবং স্কুল পড়ুয়া ছাত্র বয়স্ক নারী ও পুরুষ ।
শুধু মাদক নয় এর ছায়া নেমে এসেছে খুন ছিনতাই আর রাহাজানিতে, সম্প্রতিক জনপ্রিয় কামাল মেম্বারকে হত্যা ও একই স্হানে মাদক আসক্ত পিতার হাতে চার বছরের শিশুকে হত্যা সব এই মাদক স্রোতের ভয়াবহতা বলে মনে করছে স্হানীয়রা।
প্রশাসন অভিযান চালালেও সিমান্ত পেরিয়ে ইয়াবার ঢল থামছেনা, বিশেষজ্ঞদের মতে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্ম প্রতিষ্ঠান এবং পুরো সমাজকে এগিয়ে আসতে হবে।