গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজিবপুর তালের ভিটা গ্রামের মৃতঃ মিঠু মিয়ার পুত্র সোহেল মিয়ার নিকট একই গ্রামের শামসুল হকের পুত্র মোহাম্মদ আঙ্গুর মিয়া ২২ শতক জমির উপরে থাকা বিল্ডিং ও গাছ পালাসহ মোট ১৩ লক্ষ বিশ হাজার টাকা উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির দরদাম ঠিক করেন। গত ২৮/০৪/২০২৫ ইং তারিখে এক লক্ষ টাকা বায়না পত্র গ্রহণ করে স্টাম্প এ স্বাক্ষর করেন। এর পর আবারো গত ১/০৬/২০২৫ ইং তারিখে দুই লক্ষ টাকা গ্রহণ করেন। বাকি ১০ লক্ষ বিশ হাজার টাকা আঙ্গুর মিয়াকে বুঝিয়ে দেওয়ার জন্য সোহেল মিয়া তাগিদ দিলে আঙ্গুর মিয়া বাকি টাকা গ্রহণ করছেন না অথপর সোহেল মিয়াকে জমিও দলিল করে দিচ্ছে না। আঙ্গুর মিয়া তার জমি সোহেল মিয়ার নামে রেজিস্টার করে দিতে নানান রকম তালবাহানা করছে। এরপর আঙ্গুর মিয়া সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত-পূর্ব এসআই মোবারক হোসেন সুন্দরগঞ্জ থানায় দুই পক্ষকে ডাকেন কিন্তু অভিযোগকারী আঙ্গুর মিয়া থানায় উপস্থিত হয় নি। এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা হলে তারা জানায় আঙ্গুর মিয়া একজন বাটপার লোক সে তার জমি বিক্রয়ের জন্য সোহেল মিয়ার নিকট তিন লক্ষ টাকা গ্রহণ করেছে এখন সে দলিল করে দিচ্ছে না আমরা তার শাস্তির দাবি জানাই। এ ব্যাপারে সোহেল মিয়া বলেন আঙ্গুর মিয়া আমার কাছে জমি বিক্রয় করেছে এখন আমাকে জমি দলিল করে দিতে তাল বাহানা করায় আমি প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।