1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ লালমনিহাটে মানববন্ধন করেছে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরার মহম্মাদপুরে নারী কর্মীকে ধর্ষণ করেছে হোটেল মালিক হারুন কুড়িগ্রামে যাএাপুর নৌকা ঘাটে অতিরিক্ত অর্থ আদায়, বন্ধের দাবিতে চরবাসীর মানববন্ধন মাগুরার শালিখায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়া-নাটোর মহাসড়কে ভটভটি উল্টে চালক নিহত ক্যান্সারে আক্রান্ত হয়ে ইবনেসিনা ডায়াগনস্টিকের মালিক আশরাফুল আলমের মৃত্যু নিখোঁজের ৩দিন পর নাইক্ষ্যংছড়ির বিবিশন বড়ুয়ার লাশ মিললো খালে ফরিদপুরে ‌‌বৈষম্য বিরোধী ‌ছাত্র আন্দোলনের ‌বিক্ষোভ মিছিল মির্জাপুরে একশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক এক

ঝালকাঠিতে চার বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষা মান নিয়ে প্রশ্ন

মাহবুব হাসান স্টাফ রিপোর্টার, ঝালকাঠি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পাবলিক পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
ফলাফল বিশ্লেষণে জানা গেছে, দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয় (১৩ জন), ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় (৭ জন), মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় (১৭ জন) এবং জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১১ জন) থেকে মোট ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে দুঃখজনকভাবে চারটি প্রতিষ্ঠান থেকেই কেউ উত্তীর্ণ হতে পারেনি, ফলে এসব প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বছরের পর বছর শিক্ষার মান ও অবকাঠামোগত দুর্বলতা, শিক্ষক সংকট, অনিয়মিত পাঠদান এবং শিক্ষার্থী অনুপস্থিতির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ফলাফল স্থানীয়ভাবে অভিভাবক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
এ বিষয়ে বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “নলছিটির চারটি প্রতিষ্ঠানে একজনও শিক্ষার্থী পাস করেনি। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করবো এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং শিক্ষার মান উন্নয়নে বোর্ড সজাগ রয়েছে।
জেলার শিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এসব বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা, পাঠদানে অনিয়ম ও ব্যবস্থাপনায় দুর্বলতা ছিল দীর্ঘদিনের অভিযোগ। সময়মতো পদক্ষেপ না নেওয়ার ফলে আজ এমন পরিণতি দেখতে হচ্ছে।
এমন ফলাফলের কারণে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর ভবিষ্যৎ কার্যক্রম এবং অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষাবিদ ও সচেতন মহল এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com