রংপুরের মিঠাপুকুর উপজেলার সর্বস্থরের আদিবাসী নেতাদের আয়োজনে গতকাল শুক্রবার মিঠাপুকুর মডেল টিচিং সেন্টারের ক্লাস কক্ষে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মাষ্টার মোহন লাল কুজুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাপ বাড়ার সঞ্চালনায় উন্মক্ত বক্তব্য রাখেন, স্বপ্নচূডা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুমন টপ্য,উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি শ্রী সুভাষ চন্দ্র উড়াও, সাধারণ সম্পাদক উজ্জ্বল মিনজি, জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদীকা শ্রীমতি আলোতি খালকো, জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সহ-সভাপতি সুধীর খালকো, পলাশ চন্দ্র সিংহ,রামেশ্বর পাড়া আদিবাসী রাম মন্দিরের সভাপতি বাবুরাম খালকো,স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি পলাশ টপ্য, সীল ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রনজিত কেরকেটা,
মিঠাপুকুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পশুরাম কুজুর প্রমুখ। পরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভায় মাষ্টার মোহন লাল কুজুর আহবায়ক, গোলাপ বাড়া সাধারন সম্পাদক ও উজ্জ্বল মিনজিকে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট্য দিবস উদযাপন কমিটি গঠন করা হয়।