চুয়াডাঙ্গার দর্শনা থানার ছোট শলুয়া গ্রামের প্রবাসী যুবক মুহাম্মদ ইকরামুল (২০) মালয়েশিয়ায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। তিনি ২০২৩ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান বলে জানা গেছে।
স্থানীয় ও প্রবাসে অবস্থানরত সূত্রে পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কেউ কেউ বলছেন ইকরামুল একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে মারা গেছেন। কিন্তু এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে, কারণ মৃতদেহটি পাওয়া গেছে তিনতলায়, আর লাশের দেহে বড় ধরণের কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন দেখা যায়নি। ফলে ‘পাঁচতলা থেকে পড়ে মৃত্যু’র ধারণাকে প্রশ্নবিদ্ধ করছেন অনেকেই।
অন্য সূত্রে জানা গেছে, ইকরামুল যে ভবনে কর্মরত ছিলেন, সেটিরই তিনতলা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রকৃত তথ্য জানার জন্য আশেপাশের প্রবাসীদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে। তবে লাশ কখন দেশে ফিরবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ইকরামুলের বাবা আব্দুর রহিম ও মা শোকে শোকাহত। সন্তানের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে তাঁরা কথা বলার মতো অবস্থায় নেই। সংবাদ সংগ্রহের সময় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রবাসী বাংলাদেশিরা যথাযথ তদন্ত ও সুষ্ঠু প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন।