চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রাম জেলার তিনটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীও পাস করতে না পারায় শিক্ষাঙ্গনে এবং অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। জেলার শিক্ষা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ১ জন শিক্ষার্থী, নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন এবং ফুলবাড়ী উপজেলার নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় ৯ জন শিক্ষার্থী। তবে হতাশাজনকভাবে, কেউই উত্তীর্ণ হতে পারেনি।
এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে, পরীক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি, মানসম্পন্ন শিক্ষকের সংকট এবং নিয়মিত অনুশীলনের অভাব—এই ব্যর্থতার মূল কারণ।
এদিকে, পুরো জেলাজুড়েই ফলাফল তেমন আশাব্যঞ্জক নয়। কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৮.২৪ শতাংশ হলেও কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ হার কমে দাঁড়িয়েছে ৮৯.২২ শতাংশে। বালিকা বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৭.৩৩ শতাংশ।
শিক্ষার মানোন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। তারা মনে করছেন, এই সংকট থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নিরবচ্ছিন্ন তদারকির বিকল্প নেই।