নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা শাখা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে প্রায় ১৬ বছর পর ৯ জন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা মনোনয়ন পত্র উত্তোলন করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (১১ জুলাই) উপজেলা শাখা বিএনপির দলীয় কার্যালয়ে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে তিন জন এবং সাংগঠনিক সম্পাদক পদে চার জন মনোনয়ন প্রত্যাশীরা ফরম উত্তোলন করেন।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন। তারা দুজনেই দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে সভাপতি পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।
এছাড়াও সাধারণ সম্পাদক পদে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী, আমাইতাড়া বাজার কেবল নেটওয়ার্ক ও ডিশ ব্যবসায়ী হানজালা ও কারিমুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম কবির মিল্টন , জাহানপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম, আবু জাফর ও মোস্তাফিজুর রহমান মনোনয়ন পত্র তুলেছেন।
উপজেলা শাখা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিগত দিনে স্বৈরশাসক আওয়ামী লীগের নির্যাতনের কারণে বিএনপিকে কোণঠাসা করে রাখা হয়েছিল। একারণে প্রায় ১৬ বছর পর আগামী ১৯ জুলাই শনিবার উৎসবমুখর পরিবেশে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সভাপতি মনোনয়ন প্রত্যাশী রুহুল আমিন বলেন, ‘প্রায় ৩০ বছর বিএনপির সুখে দুঃখে থেকে আমাদের তরুণ নেতা তারেক জিয়ার স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করেছি। একারণে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের অনুপ্রেরণায় সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়ন পত্র তুললাম। সভাপতি হলে সকলকে নিয়ে শহীদদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করে যাব।’
জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এমদাদুল হক মুকুল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ধামইরহাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা বিএনপি ও ধামইরহাট উপজেলা শাখা বিএনপির সদস্যদের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১২ জুলাই। এবং ১৩ জুলাই মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বিকেলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।’