গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ৫ নং ফরিদপুর ইউনিয়নের মিরপুরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছে জ্যাঠাতো ভাই ফুয়াদ(৪৫)
নিহত ফুয়াদ (৪৫) মিরপুর গ্রামের মৃত আবজাল হোসেনের পুত্র।
এ ঘটনায় চাচাতো ভাই নুরু মিয়ার ছেলে মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায় বন্ধকি জমি সংক্রান্ত জেরে মামুন মিয়ার বোন মুক্তার সাথে দ্বন্দ্ব চলে আসছিলো মামুন মিয়ার । মুক্তা তার বাবার নিকট থেকে বন্ধক নেয়া জমিতে কচু চাষাবাদ করে। শুক্রবার( ১১ জুলাই) বিকাল সাড়ে ৫ ঘটিকার দিকে মামুনের বোন মুক্তা সেই জমি থেকে কচু উত্তোলন করতে গেলে ভাই বনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তখন মামুনের জ্যাঠাতো ভাই ফুয়াদ ও তার স্ত্রী শান্তনা এগিয়ে গেলে মামুন ফুয়াদের বুকে কেঁচি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় ফুয়াদ। ঘটনার পর স্হানীয়রা মামুন কে অবরুদ্ধ করে রেখে পুলিশ কে খবর দিলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্হলে গিয়ে মামুন কে গ্রেফতার করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার সত্যতা ও এক জনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার।