নড়াইলের কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবুপুর গ্রামের মৃত হাশেম সরদারের ছেলে জিল্লুর রহমান নিহত হয়েছে।
জানাগেছে, ১১ জুলাই (শুক্রবার) বিকালে কালিয়া উপজেলার বাবুপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের ভিতর বাকবিতান্ডা হয়, এক পর্যায়ে হাতাহাতি ও চরম সংঘর্ষ শুরু হয়। এ সময় অপর পক্ষের লোকজনের হাতে বাবুপুর গ্রামের মৃত হাশেম সরদারের ছেলে জিল্লুর রহমান মারাত্বকভাবে আহত ও পরবর্তীতে হাসপাতালেই মৃত্যুবরণ করেন।
সংঘর্ষ ও হত্যা ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন এবং লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে জানিয়েছে।