কবি কাজী নজরুল ইসলাম ও আল মাহমুদকে নিবেদিত ও জুলাই বিপ্লবে শহীদ, গাজীদের স্মরণে ১২তম
” জাতীয় সাহিত্য উৎসব ২০২৫ ” অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা, নিবেদিত কবিতা, ছড়া, পুঁথিপাঠ ও সম্মাননা প্রদান, কেন্দ্রীয় কাব্যকথা সাহিত্য পরিষদের আয়োজনে,
১১জুলাই শুক্রবার বিকেলে ঢাকায় পুরানাপন্টন জাতীয় মসজিদের উত্তর গেটের ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত অনুষ্ঠানের
উদ্বোধন করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি সাহিত্যের জীবন্ত কিংবদন্তি কাসেম বিন আবু বকর।
বিশিষ্ট কবি সাহিত্যিক জালাল খান ইউসুফ সভাপতিত্বে
অনুষ্ঠানে কেন্দ্রীয় কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক ‘জাতীয় সাহিত্য সম্মাননা’ ২০২৫ বিশিষ্ট গবেষক ও রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ কে প্রদান করা হয়। পুরুষ্কার তুলে দেন ইসলামি সাহিত্যের অনন্য সাহিত্যিক কাসেম বিন আবু বকর।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ১৩নং রসুলপুর ইউনিয়নের সন্তান আসাদ পারভেজ একজন মননশীল গবেষক ও সমকালীন রাষ্ট্রচিন্তক।
যিনি সমাজ, রাষ্ট্র ও রাজনীতির গভীরস্তর বিশ্লেষণে নিবেদিত। তাঁর লেখায় ইতিহাস, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ধারাবাহিক চিন্তার প্রকাশ লক্ষণীয়।
বিশ্বপরিমন্ডল বিশেষ করে তৃতীয় বিশ্বের ভূ-রাজনৈতিক বাস্তবতা, বৈশ্বিক সাম্রাজ্যবাদ, মধ্যপ্রাচ্য সংকট এবং বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্র নিয়ে বিশ্লেষণধর্মী রচনা করেন। তার আলোচিত গ্রন্থগুলোর মধ্য ‘ফিলিস্তিনের বুকে ইজরাইল’, ‘নাফ নদীর ওপারে’, ‘কাশ্মির কার’ ও ‘উগ্র হিন্দুত্ববাদ’ শুধু ইতিহাস নয়, বরং এক নিপীড়িত জাতির ট্র্যাজেডিকে তুলে ধরে—যেখানে মানবতা, প্রতিবাদ ও প্রতিরোধ এক হয়ে যায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।