বরগুনার আমতলী উপজেলায় ট্রান্সফরমার স্থাপনের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে মোঃ বাইজিদ হোসেন (৩৫) নামের এক পল্লী বিদ্যুৎ লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বাইজিদ হোসেন আমতলী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান পদে কর্মরত ছিলেন । স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলার কৃষ্ণনগর এলাকায় নতুন একটি ট্রান্সফরমার স্থাপনের কাজ চলছিল। এসময় বাইজিদ হোসেন দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মীরা জানান, কাজ শুরুর আগে লাইন বন্ধ থাকার কথা ছিল, তবে কীভাবে শর্ট সার্কিট হলো তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার পর কৃষ্ণনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাইজিদের সহকর্মী, পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে। তিনি ছিলেন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মী হিসেবে পরিচিত। আমতলী পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার বলেন – এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করব এবং ঘটনা তদন্তে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হবে।