খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শিয়ালী ডাঙ্গা ও নোয়ালতলায় জিয়া স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। তবে, তাঁর উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় ক্রীড়া সংগঠক এবং ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপি’র নেতা মোঃ কবির গোলদার এবং মোঃ রকিবুল ফকিরের আমন্ত্রণে ইসমাইল হোসেন বাবু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের একজন নেতা হিসেবে তাঁর উপস্থিতি এবং বিএনপি নেতাদের আমন্ত্রণে তাঁর অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে কানাঘুষা ও বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে এটিকে রাজনৈতিক সম্প্রীতির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও, কেউ কেউ এই উপস্থিতিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।