গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ব্যস্ততম কালীবাড়ি বাজার-ইদিলপুর সড়কে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা। চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। রাস্তাটি নির্মাণের পর থেকেই প্রায়ই পানি জমে থাকে। ফলে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।
সরেজমি গিয়ে দেখা যায় যে, প্রতিদিনই পথচারী ও যানবাহনের চালকরা চরম বিপাকে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে ছোট-বড় দূর্ঘটনাও লেগেই আছে।
স্থানীয় বাজার ব্যবসায়ীরা বলেন, জলাবদ্ধতার কারণে আমাদের ভোগান্তির শেষ নাই। দীর্ঘ দিনের এসমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পৌর প্রশাসকের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন নাগরিক সমাজ।
এ অবস্থায় দ্রুত রাস্তাটি সংস্কার ও সঠিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।