জুলাই গণঅভ্যুত্থানে সাদুল্লাপুরের শহীদ নাজমুলের কবর জিয়ারত করে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা ও সাদুল্লাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার (১২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর – পলাশবাড়ী ) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবুর নেতৃত্বে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামের জুলাই আন্দোলনে শহীদ নাজমুলের কবর জিয়ারত করেন ও তার পরিবারের লোকদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আর্থিক সহয়তা প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমীর মো. এরশাদুল হক ইমন, সাবেক থানা আমীর মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল হামিদ, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা লোকমান হোসেনসহ উপজলার শূরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ। এছাড়াও সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নাজমুল। নাজমুল রাজধানীর আশুলিয়ায় একটি গার্মেন্টসের কর্মী ছিলেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হন এবং ৯ আগষ্ট সন্ধ্যায় তিনি মারা যান। পরবর্তীতে তার লাশ সাদুল্লাপুর গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।