চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন ৬ নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের আকিলপুর গ্রামের প্রবীন বিএনপি নেতা জয়নাল আবেদীন পাঠান গত ১০ জুলাই রোজ বৃহস্পতিবার মৃত্যুবরন করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিওন। তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোঃ সালাহ উদ্দিন। কাজী সালাহ উদ্দিনকে কাছে পেয়ে আকিলপুরসহ আশেপাশের গ্রামের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উজ্জীবিত হন। শোকসন্তপ্ত পরিবার সমবেদনা জানান। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন, সীতাকুন্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, কুমিরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, এম. শামসুদ্দোহা ও ইদ্রিস মনির, গুল আহমদ জুট মিলের প্রখ্যাত শ্রমিক নেতা লোকমান, বাঁশবাড়ীয়া ইউনিয়নের হারুন মেম্বার, বিএনপি নেতা জয়নাল, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি, রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।