ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাসেল (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (১২ জুলাই) ভোরের দিকে উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল হরিপুর উপজেলার সদর ইউনিয়নের রাজবাড়ী এলাকার নিয়াজ উদ্দীনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে কাজের সন্ধানে অবৈধভাবে রাসেলসহ কয়েকজন ভারতে যান। শ্রমিকের কাজ শেষে নিজ দেশে ফেরার জন্য মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার ৩৫৩-এর কাছাকাছি সীমান্ত পারাপারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছুড়লে রাসেল ভারতের অভ্যান্তরে গুলি বিদ্ধ হয়ে মারা যায়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মারা যাওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
কারিগাও কোম্পানির কমান্ডার সুবেদার আবু বক্কর বলেন, সীমান্তের ঘটনা আমরা শুনেছি, এই বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।