টাঙ্গাইল মির্জাপুরে গোড়াই রোড ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট স্থাপন করে চাঁদা তোলার রমরমা ব্যবসায়ী শুরু হয়েছে। (১২জুলাই) টাঙ্গাইল মির্জাপুরে গোড়াই ইউনিয়নের হাটভাঙ্গা রোড ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট স্থাপন করে এবং প্রতি দোকান থেকে ২০০টাকা থেকে ৩০০ টাকা চাঁদা উত্তোলনের প্রমাণ মিলছে। নাম না জানা দোকানের মালিকরা জানাইএকদল লোক এসে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারদুর করে। বলেন চাঁদা না দিলে দোকানপাট করতে দিবে না। দোকানের মালিকরা বলেন, প্রত্যেক দোকানদারকে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে কোন দোকানদারকে এখানে বসতে দেয়া হয় না দোকান করলে চাঁদা দিতে হবে।