ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে সদ্য ডাইভিং শেখা প্রাইভেটকার মালিক দ্বীপ বসাক তার নতুন গাড়ি ট্রায়াল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৪ পথচারী আহত, দোকানের মালামালের ক্ষতি আজ শনিবার দুপুরে রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে পৌর শহরের তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সদ্য ডাইভিং শেখা দ্বীপ বসাক তার একটি নতুন প্রাইভেট কারটি ট্রায়াল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে থাকা ৪ জন পথচারীর ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। এছাড়াও, সড়কের পাশে থাকা একটি দোকানের মালামালেরও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য ডাইভিং শেখা গাড়িচালক দ্বীপ বসাক তার নতুন গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি সোজা গিয়ে পথচারীদের ধাক্কা মারে এবং পরে একটি দোকানে ঢুকে পড়ে। আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটে।