খুলনার কয়রা উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে তিন বছর বয়সী লামিয়া নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে কয়রা উপজেলার ৫নং কয়রা গ্রামে। লামিয়া ওই গ্রামের জাবের হাসান সরদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল শিশু লামিয়া। খেলার এক পর্যায়ে সকলের অগোচরে সে বাড়ির পাশে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ লামিয়াকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কয়রা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুছ সাদাত এই দুঃখজনক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান, এ ঘটনায় কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে।