টাঙ্গাইলের মির্জাপুরে একশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আমিনুর রহমান (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বহুরিয়া গ্রামের পুর্বপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিনুর বহুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আমিনুর মাদক কারবারের সঙ্গে জড়িত। তার নামে আগেও মাদকের মামলা রয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালালে তার কাছ থেকে একশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদুল ইসলাম বলেন, গ্রেফতার আমিনুরের নামে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।