বরিশালের মুলাদী উপজেলায় সারা দেশে চলমান চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ কে নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত আাসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে আজ সকাল ১১:০০ টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের মুলাদী উপজেলার সভাপতি মাহামুদুল হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ উপজেলার ছাত্র জনতা এবং আরো অনেকে।
বিক্ষোভকারীরা ন্যায়ের দাবিতে স্লোগানে মুখরিত করেছেন পুরো এলাকা।
ভবিষ্যতে যেন এমন কর্মকাণ্ডের সাথে কেউ লিপ্ত হতে না পারে সেই দিকে প্রশাসন কে আরো কঠোর নজরদারি দেওয়ার আহবান জানিয়েছেন উপজেলার সর্বস্থোরের জনগণ।
“অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক প্রতিটি নাগরিকের দায়িত্ব”