চর কুমারিয়া এলাকার মাস্টার কান্দি থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ যুবককে আটক করেছে সখিপুর থানা পুলিশ।
এবং সখিপুর থানার মামলার নং (০৮) তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার প্রায় ৬৪ হাজার ৫০০ শত টাকা।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ওবায়দুল হক জানান ।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে উল্লিখিত পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন শরীয়তপুর জেলা এবং ভেদেরগঞ্জ সার্কেলের।
অতিরিক্ত পুলিশ সুপার স্যারের নির্দেশনা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
আমি সখিপুর থানায় যোগদানের পর থেকেই মাদক বিরোধী অভিযানে উল্লেখ্যযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।
মামলা দায়ের করে আদালতে সুবর্দর করা হবে।
ওসি ওবায়দুল হক আরো জানান মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।