পুরান ঢাকার মিটফোর্ডে পাথর নিক্ষেপ করে ব্যবসায়ীকে হত্যা ও দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজির প্রতিবাদে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার বিকাল ৪ ঘটিকায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব সাফফাতুল ইসলাম।
তিনি বলেন,পুরান ঢাকার মিটফোর্ড যেভাবে পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, এই পাথরের ভার শুধু সোহাগ ভাইয়ের বুকে নয় বাংলাদেশের ছাত্রসমাজ এই পাথরের ভার নিজের বুকে তুলে নিয়েছে।খুনির কোন পরিচয় থাকতে পারে না যে সকল রাজনৈতিক দলের ছত্র ছায়ায় খুনিরা নিজেদের প্রভাব বিস্তার করছে আজ সেই খুনের দায় সেই সকল রাজনৈতিক দলকেই নিতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করছে তাদেরকে নামমাত্র বহিষ্কার দিয়ে দায় এড়িয়ে যেতে পারবেন না। সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সকল রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ঢাকার মিটফোর্ডে যে নৃশংস তম হত্যাকাণ্ড হয়েছে, দ্রুত ট্রাইবুনাল গঠন করে সকল হত্যাকারীদের বিচারের আওতায় আনতে সরকারকে কড়া হুঁশিয়ারি দেন তিনি।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন সাব্বির হোসেন,তাসলিম আল মাহমুদ, সাইফুল্লাহ সাদিক সৌরভ, মুশফিকুর রহমান, ফাহিম উদ্দীন মভিন,মাহাবুব ইসলাম আকাশ,আব্দুল্লাহ আল কাফি,ইব্রাহিম মাসুম,নাহিদ জাভেদ,ইউসুফ আল সাফিন,সালমান ফার্সি,মেজবাউর রহমান রনক,হিমেল,তৌফিক আহাম্মেদ,সোয়াদ,হাসনা জাহান খুশবু,আনিতা,তাসনিয়া আফসিন,নুসরাত জাহান মৌলি,আঞ্জুম হাবিবা সহ আরও অনেকে।