দোহার-নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, ২ জন আহত
আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দোহার উপজেলার মাঝিরকান্দা চালনাই ব্রিজের ঢালে ইটভাটার রাস্তায় মুখোমুখি দুটি মোটরসাইকেলের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন মারা যান।
একটি মোটরসাইকেলে ছিলেন নবাবগঞ্জের দুইজন। দুর্ঘটনার পর তাদের দ্রুত ঢাকায় নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেন আরমান রাত ১০টার দিকে মারা যান।
তিনি নবাবগঞ্জের সাদাপুর এলাকার আরশেদ বেপারীর ছেলে।
এই মোটরসাইকেলের অপর আরোহী, মো. স্মরণ গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন। তিনি বক্সনগর, দিঘীরপার এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।
অপর মোটরসাইকেলে ছিলেন দোহার উপজেলার দুইজন। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার মূল কারণ ছিল অতিরিক্ত গতি ও অসাবধানতা।
প্রতিনিয়তই এমন সড়ক দুর্ঘটনা বাড়ছে।

সচেতন হোন – গাড়ির গতি কমান, নিয়ন্ত্রণে রাখুন।

সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি।