শেরপুর জেলার নকলা উপজেলায় ১৩ ই জুলাই রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় নকলা ভূমি অফিসের মেইন গেটের সামনে একটি কম্পিউটারের দোকান, এ আর ডিজিটাল জোন নামে পরিচিত সেখানেই ভূমিসেবা ও সহায়তা কেন্দ্রের শুভ্র উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও সহকারী কমিশনার ভূমি শেখ তাকি তাজোয়ার।
নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন সরকার নির্ধারিত লাইসেন্স প্রাপ্ত দোকান আছে সেখান থেকেই আপনারা নির্ধারিত ফ্রি দিয়ে ভূমিসেবা ও সহায়তা নিতে পারবেন, আসলে অফিসে অনেক সময় অফিসের দায়িত্ব রত কর্মকর্তা গণ ব্যস্ত থাকার কারণে অনেক সময় আবেদন করে দিতে পারে না, তাই আমরা এই ভূমি সেবা ও সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছি এখন আর এই সমস্যা গুলি থাকবে না।
সহকারী কমিশনার ভূমি শেখ তাকি তাজোয়ার তিনি বলেন নকলা এবং নালিতাবাড়ী তেও ভূমিসেবা ও সহায়তা কেন্দ্র চালু করা হলো, সরকারের উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে আসলে আমাদের যে এই সেবার সুবিধাভোগী আছে তারা নিজের আবেদন নিজে করতে পারে না যার কারণে সরকার এ উদ্যোগ নিয়েছে সরকার নির্ধারিত যে ফ্রি আছে তার মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন যদি আবেদন ফ্রি বেশি নেওয়া হয় তাহলে এই ভূমিসেবা কেন্দ্রের লাইসেন্স বাতিল করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন কর্মকর্তা গণ।