শরীয়তপুর জেলার সখিপুর থানার কিরন নগরে খালের উপর বাসের সাঁকো নির্মাণ করে শতাধিক মানুষের চলাচলের স্বস্তি এনে দিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ।
কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয় এর পূর্ব পাশে মোল্লা বাজার রোড সংলগ্ন খালের দুই পাশে বহু মানুষের বসবাস।
প্রতিদিন ইস্কুল গামে ছাত্র-ছাত্রী কৃষক শ্রমিক সহ নানা শ্রেণীর পেশার মানুষকে এই খাল পার হয়ে যাতায়াত করতে হয়।
কিন্তু দীর্ঘদিন যাবত খালের উপর কোন সেতু না থাকায় এলাকার মানুষ চরম দুর্ভোগ এ পড়েন।
এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন সাবেক সেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক ফারুক বেপারী।
এবং সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ দর্জি।
তাদের ঐ ক্লান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় বাসের সাক্ষ্য নির্মাণ করা হয়।
এই শাক্য নির্মাণের ফলে এখন কিরন নগর স্কুলের শিক্ষার্থীসহ দুই পাড়ের শতাধিক মানুষ সহজেই খাল পার হতে পারবে এতে করে এলাকাবাসীর মধ্যে স্বস্তির ফিরে এসেছে।
স্থানীয় বাসিন্দাররা জানান। এটি তাদের দীর্ঘদিনের একটি দাবির বাস্তবায়ন বাঁশের সাঁকোটি সাময়িক হলেও তাদের দুর্ভোগ অনেকটাই কমে গেছে।
তারা দ্রুত একটি স্থানীয় সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আকর্ষণ করেন। ও দাবি জানিয়েছেন।
এলাকার মানুষ ফারুক বেপারী ও নূর মোহাম্মদ দর্জিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই উদ্যোগের জন্য।