দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা
রবিবার (১৩ জুলাই) সকালে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “গণতান্ত্রিক আন্দোলন দমন করতে সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেফতার ও অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু এসব দিয়ে বিএনপিকে দমানো যাবে না।”
সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রোকনুজ্জামান রুকন সরকারের নেতৃত্ব বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, বজলুর রহমান তুহিন, অধ্যাপিকা রায়হানা ফারুক, শুকুর মাহমুদ ববি, ডা. মোফাখখারুল ইসলাম রানা, আক্তারুজ্জামান বাচ্চু, আল ফাত্তাহ মোহাম্মদ আব্দুল হান্নান খান, জয়নাল আবেদীন, শহীদুল ইসলাম শহীদ, মো. হাবিবুর রহমান খান রতন, এ কে এম শামসের আলী, করিম সরকার, হাতেম খান, ফজলুল হক, তোফাজ্জেল হোসেন, মুশফিকুর রহমান, আতাউর রহমান শামীম, মো. কামরুজ্জামান লেবু, মামুনুর রশীদ, হেলাল আহম্মেদ, মো. মনজুরুল ওয়াহেদ নিক্সন, অধ্যক্ষ মো. এখলাছুর রহমান জুয়েল, সালাউদ্দিন আহম্মেদ, আতাহারুল ইসলাম বুলবুল, ইয়াহিয়া আহম্মেদ শাহীন, আলাল ফকির, আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান তালুকদার, হাফিজ উদ্দিন আহম্মেদ, আ. করিম মাস্টার, মাসুদ তালুকদার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এ কে এম জাহাঙ্গীর হাসানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা ছড়ানো, মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যাবসায়ীকে নৃশংসভাবে হত্যার সুষ্টু তদন্ত ও বিচারের দাবী জানান। এ সময় তারা আরও বলেন-বিএনপি একটি সুশৃঙ্খল দল। একটি নির্দিষ্ট মহল স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই দেশ ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। এর ধারাবাহিকতায় তারা এখনো দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে যদি দেশ ও বিএনপির বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সেই সাথে তারা অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধের দাবি জানান এবং জনগণকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।