প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০০ পিজি ও নন পিজিও সদস্যদের দুই দিনব্যাপী ব্যবসায়ী পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন সম্পন্ন হয়। মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এস এম মাহমুদুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডাক্তার মোঃ লুৎফর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আল মামুন হোসেন মন্ডল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোঃ সজিব মিয়া প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ১ পৌরসভার সর্বমোট ৬০০ জন খামারিকে ১৫ ব্যাচে ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক এ ট্রেনিং প্রদান করা হয়। ট্রেনিংয়ে গরুর ওজন নির্ণয়, মোটাতাজাকরণ, সুষম খাদ্য নির্ণয়, আধুনিক চিকিৎসা ব্যবস্থা,ডাক্তারদের সঙ্গে সহজ যোগাযোগের মাধ্যম নিয়ে আলোচনা ছিল উল্লেখযোগ্য। এ ব্যাপারে মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হক বলেন, আমরা মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সকল ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে ৬০০ জন খামারিকে বাছাই করে প্রশিক্ষণের আয়োজন করেছিলাম। আমরা আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে খামারিদের দক্ষতা বৃদ্ধি পাবে। যাহাতে তারা আধুনিক প্রযুক্তি বিজ্ঞানসম্মত উপায়ে খামার ব্যবস্থাপনা, জীব নিরাপত্তা নিশ্চিত করে গবাদি পশু পাখির উৎপাদন বাড়ানো এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের মাধ্যমে লাভবান হওয়ার কৌশল অবলম্বন করতে পারবে।