ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা এর তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভা এলাকা থেকে ০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।
অদ্য ইং ১৪/০৭/২০২৫ তারিখ ০৪.৩০ ঘটিকার সময় ভোলা সদর মডেল থানার এসআই/মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ পান বাজার সংলগ্ন জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনের পাকা রাস্তার উপর হতে ১। মোঃ রাসেল (৩২), ২। মোঃ কামরুল হাসান (৩০), ৩। নুর মোহম্মদ ফরাজী@রুবেল (২৯) ও ৪। মোঃ সুজন ভক্ত (৩২)’দের হেফাজত হতে ০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।