1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১২২ কোটি টাকার বাজেট ঘোষণা আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় স্বেচ্ছসেবকলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান কারাগারে গুপ্ত সংগঠন কর্তৃক ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রয়াত হলেন ‘Scientific Tafsir of Quran’-এর লেখক জাকারিয়া কামাল পরশুরামে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নদী খননের দাবীতে মানববন্ধন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জনগনের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক ঐক্য চাই;;– এই স্লোগানে ভোলায় অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির বর্ণাঢ্য পদযাত্রা তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না – কুড়িগ্রামে রিজভী চরফ্যাশন ওমরপুর আলীগাঁও ১ নং ওয়ার্ড রহিমা বেগম মাসুদ আমিনের ছোট বোন রমরমে দেহ ব্যবসা যুবলীগের সকল সুযোগ-সুবিধা উলিপুরের ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি কুড়ারপাড় গ্রামে পূর্ব শত্রুতার জেরে বাঁশ ও বাঁশের করুল ভাংচুর

আমতলীতে সদর ইউপির চেয়ারম্যান মেম্বারের দ্বন্দে হামলা আহত-২, আটক ২ জন , ২টি ককটেল বিস্ফোরন

Abdur Rahman
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে
বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বন্দে  ককটেলের বিস্ফোরন ঘটিয়ে লাঠি ও ধারালো রামদা নিয়ে হামলার চেষ্টা কালে  ধারোলে রামদার কোপে আরেক ইউপি সদস্যসহ ২জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন যুবদলের আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান-২ ফিরোজখান তাপসসহ দু’জনকে আটক করেছে নৌবাহিনী।
জানা গেছে, গত জুন মাসের ১৯ তারিখ আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধার নিকট থেকে ইউএনও অফিস গেট সংলগ্ন একটি চায়ের দোকানে বসে আমতলী সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক ও  প্যানেল চেয়ারম্যান-২ তাপস খান ফিরোজ তার অনুসারী বাহিনী নিয়ে দোকান ঘেরাও করে গ্রেপ্তারের ভয় দেখিয়ে লিখিত ভাবে ১০ জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন। তার দায়িত্ব পালনের নির্ধারিত তারিখ শেষ হলে রবিবার সকাল ১০টার সময় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা তার দায়িত্ব পালনের জন্য খুরিয়ার খেয়াঘাটে অবস্থিত ইউপি কার্যালয়ে যান।
কার্যালয়ে তখন সেবা নেওয়ার জন্য ইউনিয়নের প্রায় দেড় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। সকাল ১১ টার সময় যুবদল নেতা ও ইউপি সদস্য ফিরোজ খান তাপস আকস্মিক  ৩০-৪০ জনের একটি বাহিনী নিয়ে হকিস্টিক ধারালো দা ও লাঠি নিয়ে ককটেল বিষ্ফোরোন ঘটিয়ে কমপ্লেক্স চত্ত¡রে এক বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েক করে চেয়ারম্যানের কক্ষে ঢুকে  এলোপাথারি  হামলা শুরু করেন।  এসময় ইউপি সদস্য সোহেল খান (৪০) এবং জসিম মৃধা (৫০) চেয়ারম্যানকে রক্ষার জন্য এগিয়ে এলে তাদের দুজনকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করে তাপসের লোকজন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফিরোজ খান তাপস ও রাসেল আকন নামে ২জনকে আটক করে ইউপি কার্যালয়ের একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে  তাপসের স্ত্রী খাদিজা বেগমের নেতৃত্বে ২০-২৫ জন অনুসারী নিয়ে পুলিশ ও নৌবাহিনীর বিরুদ্ধে নানা রকম শ্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনীর সদস্য মোতায়েনের পর পরিস্থিতি শান্ত হয়।
আহত ইউপি সদস্য সোহেল খানকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জসিম মৃধাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সেবা নিতে আসা বিউটি নামের এক গৃহবধূ বলেন, বাবা দেহি ব্যামালা লোক দাও রাঠি লইয়া বোমা ফাডাইয়া মাইর ধইর শুরু করে। মোরা এইয়া দেইখ্যা দুওে চইল্যা যাই। মো. বশির খান নামে আরেক জন বলেন, স্যার পুলিশ নৌবাহিনী না থকলে আইজ চেয়ারম্যানেওে মাইর‌্যা হালাইতে। ব্যামালা গন্ডগোল অইছে।
আহত ইউপি সদস্য সোহেল খান বলেন, প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা ফিরোজ খান তাপস ইউপি কার্যালয়ে ঢুকে ত্রাসের রাজত্ব কায়েম করেন। তিনি ককটেল ফাটিয়ে এবং রামদা ও হকিস্টিক নিয়ে আমাদের  উপর হামলা করতে যান। আমি এবং চেয়ারম্যানের ভাই জসিম মৃধা রক্ষার জন্য  এগিয়ে গেলে আমাকে এবং জসিম মৃধাকে রামদা দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করেন।
প্যানেল চেয়ারম্যান মো.  ফিরোজ খান তাপস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে হামলার অভিযোগ আনা হয়েছে। এটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট।   আওয়ামী স্বেচ্ছসেবকলীগ  আমতলী উপজেলা শাখার সভাপতি   চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা ফ্যাসিষ্ট আওয়ামীলীগের লোক তাই আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করে দলীয় ভাবে হেয় করার জন্য এই ঘটনা সাজিয়েছে।
আমতলী সদর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা বলেন, ইউনিয়ন যুবদল নেতা ও প্যানেল চেয়ারম্যান ফিরোজ খান তাপস  আজ আমি ইউপি কার্যালয়ে গেলে সে আমাকে শেষ করে দেওয়ার জন্য হামলা করে। ভাগ্যক্রমে আমি বেচে যাই। আমি এই ঘটনার  সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।
ঘটনার পর পরই ঘটনাস্থলে আমতলীর সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী -তালতলী সার্কেলের এএসপি তরিকুল ইসলাম মাসুদ ও নৌবাহিনীর তালতলী কন্টিজেন্টের কমান্ডার মো. আরাফাত ও আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন ঘটনাস্থ পরিদর্শন করেন।
আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন বলেন, নৌবাহিনী সদস্যরা যুবদল নেতা ও ইউপি সদস্য ফিরোজ খান তাপসসহ দুজনকে  আটক করেছে। এখনো তাদেরকে থানায় সোপর্দ করেনি। তাদের সিদান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।#
আমতলীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা নামক স্থানে ট্রলি ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক হিমাদ্রি কুন্ডু (৩০) নামে এক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। হিমাদ্রি নওগা জেলার নওগা সদর ইপজেলা পার নওগা স্যান্ডেল মোর এলাকার অভিজিৎ কুন্ডের ছেলে। সে আমতলীতে শামস নামের একটি প্লাস্টিক কোপান্তিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চকিুরী করতেন।
পুলিশ জানায় নিহত অভিজিৎ আমতলী থেকে মঙ্গলবার দুপুর ১টার সময় অফিসিয়াল কাজের জন্য মহিষকাটা যাচ্ছিলেন। তখন বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি ট্রলি  মটর সাইকেলটিকে চাপা দেয়। এসময় অভিজিৎ মটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপরে পরে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন অভিজিৎকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তার স্বজনরা আসলে পরবর্তীতে সিদান্ত গ্রহন করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com