মোংলায় আগুনে মুহূর্তেই শেষ ব্যবসায়ী সাইদুরের স্বপ্ন
রাত সাড়ে ৩টায় খবর আসে সাইদ হার্ডওয়্যার এন্ড পার্টসের দোকানে আগুন লাগার খবর। মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে যায় পরিবার। কষ্টের উপার্জনে ক্রয় করা একটি সিএনজি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার (১৪ জুলাই) রাতে মোংলা দিগরাজ বাজারের ই.এম মার্কেটের নিচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাইদ হার্ডওয়্যার এন্ড পার্টসের পরিচালক মোঃ সাইদুর রহমান বলেন, প্রতিদিনের মত রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। হঠাৎ আনুমানিক রাত সাড়ে ৩টায় দিগরাজ বাজারের চা দোকানী এবং নাইটগার্ড মোবাইল ফোনের মাধ্যমে আমাদের জানায় আমাদের দোকানের ভিতরে আগুন জ্বলছে। দোকানে আগুনে লাগার খবর শুনে দ্রুত ছুটে গিয়ে দেখি আমাদের হার্ডওয়্যার এন্ড পার্টসের দোকানের ভিতরে আগুন জলছে। পরবর্তীতে মোংলা ইপিজেড এবং মোংলা বন্দরের ফায়ার সার্ভিসের দল সহ স্থানীয়রা দোকানের আগুন নিভাতে স্বক্ষম হলেও ততক্ষণ দোকানের কিছুই অবশিষ্ট ছিলোনা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। দোকানে থাকা আনুমানিক ৫,০০,০০০/-(পাচ লক্ষ) টাকার হার্ডওয়্যার ও পার্টসের মালামাল আগুনে পুড়ে গেছে।
তিনি আরো বলেন, তার স্বপ্নের প্রতিষ্ঠান মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছে। পথে বসার মত অবস্থা হয়ে গেছে। অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান দাড় করিয়েছিলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করে সাইদ হার্ডওয়্যার এন্ড পার্টসের দোকানে আগুন লাগে। দ্রুত মানুষ জড় হয়ে আগুন নিভানোর চেষ্টা করে। স্থানীয় ও ফায়ারসার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। ততক্ষনে দোকান পুড়ে ছাই হয়ে যায়।