খুলনা’র বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়ন এর হালিয়া মৌজাস্থ ভোগের খালের উপর নির্মিত বাঁধ অপসারণ ও গোগের খাল সংলগ্ন খাস জমি সংক্রান্ত অভিযোগ এর প্রেক্ষিতে শুনানি শুরুর পূর্বে সরেজমিন পরিদর্শনের উদ্দেশ্যে গতকাল রবিবার’র যাত্রা।
মোটামুটি একটা বড় সময় ভান্ডারকোট ইউনিয়নে দেয়া হলো, এসময়ের মধ্যে এই ইউনিয়নের ০৫ টি খালের উপর নির্মিত বিভিন্ন আকারের অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে কৃষকের পানি প্রাপ্তি। এ ইউনিয়নের আরো ০৩ টি খালে অবৈধ বাঁধ অপসারণ কার্যক্রম ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ এর সমন্বিত উদ্যোগে আগামী ০৭ দিনের মধ্যেই সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ কার্যক্রমে এখন পর্যন্ত সকলেই সহযোগিতা করায় কোথাও মামলা প্রদানের মতো ঘটনা ঘটে নাই।
আগামী সপ্তাহে আমরা জলমা ইউনিয়ন এর আওতাধীন এলাকায়, বিভিন্ন দখলকৃত খাল বা খালে অবৈধভাবে বাঁধ নির্মাণ করা হয়েছে বা খাল ভরাট করে স্থাপনা তৈরী হয়েছে বা শুধু খাল ভরাট করা হয়েছে এমন জায়গা গুলো পরিদর্শন করবো।
বরাবরের মতোই আপনারা তথ্য দিয়ে সহায়তা করবেন, এ প্রত্যাশা রাখছি। পূর্বের মতোই তথ্য দাতার পরিচয় এর গোপনীয়তা আমরা শতভাগ নিশ্চিত করবো। তিনি আরো বলেন, এ লড়াই আমার, এলড়াই আপনার ও এ লড়াই আমাদের ।