মিটফোর্ডে হত্যা কান্ড বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্বাদের হত্যাকাণ্ডে বিচারের দাবিতে সৈয়দপুরের ছাত্রদলের বিক্ষোভ।
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে একটি গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা।
আজ সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল সড়কে অবস্থিত বিএনপির রাজনৈতিক জেলা কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে ছাত্রদলের নেতা-কর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি।
বক্তারা বলেন, “সম্প্রতি মিটফোর্ড হাসপাতালে হত্যাকাণ্ডের ঘটনা যেভাবে প্রকাশ্যে ঘটিয়ে উল্লাস করা হয়েছে, তা দেশের মানুষের নিরাপত্তার জন্য হুমকি। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি গুপ্ত সংগঠন কর্তৃক দীর্ঘদিন ধরে মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্টের জন্য সরকারই দায়ী।”
তারা আরও বলেন, “সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
সমাবেশে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমাণিক, এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা শওকত হায়াত শাহসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।