1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় দুই শিশু ও মাকে হত্যা’র ঘটনায়, প্রধান আ’সা’মি নজরুলকে গ্রে’ফ’তা’র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দিনেই তৈরি হয়নি চিলাহাটি রেলস্টেশনে অভ্যন্তরীণ কার্যক্রমের সূচনা: আন্তর্জাতিক সংযোগের দ্বারপ্রান্তে উত্তরের জনপদ লালমনিরহাট জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুলাদীতে পরীক্ষা শুরু হওয়ার পড়েও পেলনা এইচ,এস,সি প্রশ্ন পত্র মেহেরপুরের মুজিবনগরে যৌথ বাহিনীর অভিধানে অস্ত্র-গুলি উদ্ধার মাদকের বিরুদ্ধে সরকার বড় পরিকল্পনায় যাচ্ছে : ডিআইজি পলাশ গোমস্তাপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় “ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বিএনপি: অনিন্দ্য ইসলাম অমিত” পাবনায় ৫ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

প্রতিটি বৃক্ষের চারাই আগামীর সম্পদ- ময়মনসিংহে ডিসি মুফিদুল আলম

আরিফ রববানী ময়মনসিংহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেছেন- বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষের পরিচর্যা করতে হবে। তাতে করে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ সাধিত হবে। এছাড়াও ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের বিকল্প নেই। তিনি বলেন-
বৃক্ষরোপণ শুধু পরিবেশ সুরক্ষার জন্যই নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান সম্পদও বটে। প্রতিটি গাছের চারা ভবিষ্যতের জন্য অর্থ, খাদ্য, এবং পরিবেশগত সুরক্ষার ভিত্তি স্থাপন করে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলা পাড়ের নবনির্মিত ইটের রাস্তা এবং সৌন্দর্য বর্ধনে ও পরিবেশ রক্ষায় ওয়ার্ল্ড ভিশন
 বাংলাদেশ ও সিসিডিবির সহযোগিতায় বিলের হাতিলেইট অংশের পর্যটন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় ডিসি মুফিদুল আলম বিলের পাড়ে আনুষ্ঠানিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে আরো বলেন- গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে, যা পরিবেশকে নির্মল রাখতে সহায়ক। এছাড়াও, গাছপালা ভূমি ক্ষয় রোধ করে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায় এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জানিয়ে জেলা প্রশাসক মুফিদুল আলম , প্রত্যেক নাগরিককে উন্নয়নের সহযোগী হিসেবে দেশের জন্য কাজ করতে। প্রতিটি বৃক্ষের চারাই আগামীর সম্পদ। তাই এলাকার স্বার্থে এ গাছ রক্ষণাবেক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি)মেহেরুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়ার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নম্রতা হাউই, সিসিডির ম্যানেজার পিটার সরকার, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাহসিনুল আবরার লিছান ও শিক্ষার্থী ইমরান হাসান প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com