1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের করিমগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের সাকির, পিতা: ফকির নামে এক গাছি রস সংগ্রহের জন্য প্রস্তুত করছেন খেজুরগাছ কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ টাঙ্গাইলে মির্জাপুর সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ইসকনের কার্যক্রম বন্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রামে নিহত এডভোকেট সাইফুল ইসলাম হত্যা ও ইসকনের নিষিদ্ধের দাবিতে মধুপুর আলোর ছাত্রী সমাবেশ করেন তিনি ছাত্র জনতা টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যশোরে অসংক্রামক রোগ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লাখাইয়ে প্রাইমারি বিদ্যালয়ের প্রশ্ন তৈরিতে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে : চরমোনাই পীর

সিনেমা স্টাইলে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে আহত

মোঃ শাকিল খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায়  বিল্লাল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, একের পর এক হামলা চালিয়ে বালিয়াতলীর সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সেবন করে এলাকার যুবসমাজ নষ্ট করে ফেলছে। এ যেন দেখার কেউ নেই। গতকাল(০৬-০২-২০২৪ ফেব্রুয়ারি )  মঙ্গলবার ইয়াবা চুরির অপবাদ দিয়ে বশির আহমেদ (৩৫) নামের এক যুবককে সিনেমা স্টাইলে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার ধুলাসার ইউনিয়নের ভানুর বাপের খেয়াঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ইয়াবা চুরির অপবাদ দিয়ে ওই এলাকার সোহাগ, তার চাচা আলমসহ ৫/৬ জন একত্রিত হয়ে একটি বদ্ধ ঘরে আটকে রেখে হাতুড়ি ও রড দিয়ে তাকে পিটিয়ে আহত করা হয়। এসময় ভিডিও কল দিয়ে মাস্টার মাইন্ড বিল্লাল হাওলাদারকে দেখানো হয় বলে হাসপাতাল বেডে শুয়ে কান্নাজড়িত কন্ঠে আহত বশির আহম্মেদ অভিযোগ করেন। পরে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তুলাতলী ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে  বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়। আহত বশির উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামের মৃত্যু আব্দুল ওহাব মাতব্বরের ছেলে।
আহত বশির বলেন, ধুলাসার ইউনিয়নের সোহাগ ও বালিয়াতলী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বিল্লাল হাওলাদারের ইয়াবা সংক্রান্ত গোপন ব্যবসায়ের বিষয়ে তিনি জেনে যান। তার মুখ বন্ধ করতে উপজেলার বালিয়াতলী থেকে তুলে ধুলাসার ইউনিয়নের ভানুর বাপের খেয়াঘাট এলাকায় তাকে নিয়ে যাওয়া হয়। একটি বদ্ধ ঘরে আটকে রেখে সে ইয়াবা চুরি করেছে এমন অপবাদ দিয়ে সিনেমা স্টাইলে তার উপর অত্যাচার করা হয়। হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ফুলা, জখম ও রক্তাক্ত করা হয়। ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তবে এবিষয়ে বালিয়াতলী ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি বিল্লাল হাওলাদার’র নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য মিথ্যাচার করা হচ্ছে। তিনি এসবের কিছুই জানেন না।কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এখনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com