চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মবসৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল এ কর্মসূচি পালন করে।
জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সাহিত্য পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন। মিছিলটি শহরের কবরী রোড হয়ে শহীদ হাসান চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তা মেনে নিতে না পেরে একটি চিহ্নিত মহল তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। যারা ষড়যন্ত্রে লিপ্ত, তারা ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী শক্তির উত্তরসূরি।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কোনো উসকানিমূলক বক্তব্য বরদাশত করা হবে না। আবারও এমন ঘটনা ঘটলে চুয়াডাঙ্গা থেকে গণআন্দোলন গড়ে তোলা হবে। তখন কেউ পালানোর সুযোগও পাবে না।
বক্তারা বলেন, বিএনপি একটি জনভিত্তিক দল। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি। বিএনপির কোনো নেতাকর্মী যদি দুর্নীতিতে জড়ায়, দল তা কখনো প্রশ্রয় দেবে না।
মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহি, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।