জামালপুরে “জামালপুর ফুটবল রেফারীজ এসোসিয়েশন” এর রেফারিদের পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমবারের মতো এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম আব্দুল্লাহ আল ফুশাদ রেদোয়ানের সভাপতিত্বে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জামালপুর জেলার পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারীজ ডিপার্টমেন্টের হেড অফ রেফারি মোঃ আজাদ রহমান,বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি ও শেরপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হক রিজভী।
উপস্থিত ছিলেন–জামালপুর জেলার সকল রেফারিগণ, শেরপুর জেলা রেফারীজ এসোসিয়েশনের সম্পাদক মন্ডলী, স্থানীয় ক্রীড়া সংগঠন,সুধী সমাজ ও গণমাধ্যম কর্মী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জামাপুরের ইতিহাসে এই প্রথম জেলার সকল রেফারি একত্র হতে পেরেছি। আমরা আনন্দিত বন্যা। আর রেফারি অ্যাসোসিয়েশন হল একটি সংগঠন যা খেলাধুলায় রেফারিদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। এই অ্যাসোসিয়েশন রেফারিদের প্রশিক্ষণ, সমর্থন এবং আইনি সহায়তা প্রদান করে থাকে। আমাদের মূল লক্ষ্য হবে খেলার মান উন্নয়ন করা এবং রেফারিদের পেশাদারিত্ব বৃদ্ধি করা।