বরিশাল জেলার হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপনের লক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস শিকদারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল জনি,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সুখ দেব বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায় আলতাব হোসেন খেকন,উপজেলার সেনেটিশন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম কোস্ট গার্ড সিসি মোঃ আবুল কালাম আজাদ ,নৌ পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল, উপস্থিত ছিলেন অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দরা,সভায় সভাপতি বক্তব্য বলেন আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের এই ৭ দিনের প্রথম দিনে ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক রেলি এবং আলোচনা অনুষ্ঠান, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী ব্যক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা, নির্বাচিত জলসায় মাছের পোনা অবমুক্ত করন, সহ সাত দিন জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবপ। যথাযথভাবে সকলের উপস্থিত থেকে অনুষ্ঠান পালন করার জন্য আহ্বান জানা।