1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা তথ্য সরবরাহ ও সংবাদের মাধ্যমে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সোহাগ হত্যার বিচার দাবি জামায়াতের, বরগুনায় পরিবারকে সমবেদনা জানালেন জেলা আমীর ১৯শে জুলাই ঢাকায় সমাবেশ উপলক্ষে গনসংযোগ করে ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামি আমাদের শহর আমরাই পরিষ্কার রাখব এই স্লোগানে সি/বি/পি ক্লিন-আপ ড্রাইভ -২০২৫ অনুষ্ঠিত হয় কক্সবাজারে ফরিদগঞ্জের সাফুয়া গ্রামে কৃষি জমি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার লাখাইয়ে বিষ পানে গৃহবধূর মৃত্যু কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান ভোলা জেলা পুলিশের অপরাধ সভা অনুষ্ঠিত ৫৫ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা করলো শ্রীমঙ্গল পৌরসভা নড়াইলে পিকআপ-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ! আহত-২

নীলফামারী সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহাম্মদ হানিফ ফেনী জেলা বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের জঙ্গলি পাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটি।
গত ৮ জুলাই ২০২৫ তারিখে নাবালিকা এক কিশোরীর বিয়ের সংবাদ পেয়ে সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ (জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত বাংলাদেশ), সোহেল রানা (গ্লোবাল টিভি), ও নুরল আমিন (স্বদেশ প্রতিদিন) ঘটনাস্থলে ছুটে যান এবং তথ্য সংগ্রহ করে প্রশাসনকে অবহিত করেন।
কিন্তু দুঃখজনকভাবে,রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সাংবাদিক স্বপ্না আক্তার কে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি প্রদান করেন। তার সঙ্গে থাকা সন্ত্রাসী শ্যামল রায় সাংবাদিক সোহেল রানা-র কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং স্বপ্না শাহ্-র গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে।
ঘটনার পর আহত সাংবাদিকদের জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং নিরাপদে বাড়ি পৌঁছে দেন।
ইতোমধ্যে সাংবাদিক সোহেল রানা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান বলেন: “বাল্যবিবাহের মতো সমাজবিরোধী কাজ প্রতিরোধ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা প্রমাণ করে—কিছু জনপ্রতিনিধি অপরাধীদের পক্ষেই অবস্থান নিচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—ঘটনার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানসহ সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন “সাংবাদিকদের কাজ সমাজের সত্য তুলে ধরা। যেখানে অন্যায়, সেখানে সাংবাদিক থাকবে—এটাই তার দায়িত্ব। অথচ এই দায়িত্ব পালনে বারবার বাধা দেওয়া হচ্ছে। এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়, সত্য ও ন্যায়ের ওপরও আঘাত। যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না হয়, তাহলে দেশে সত্য প্রচারের পথ রুদ্ধ হয়ে যাবে।”
তিনি আরও বলেন “আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি—হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায়, সারাদেশে প্রতিবাদ ও মানববন্ধন করতে বাধ্য হবো।”
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) দৃঢ়ভাবে বিশ্বাস করে—এই ঘটনার সঠিক বিচার হলে সমাজে অপরাধীদের সাহস ভেঙে পড়বে এবং সত্যের পথে চলা সাংবাদিকরা উৎসাহিত হবেন।
দৈনিক প্রভাতী বাংলাদেশ পরিবারের পক্ষে ফেনী সদর [ বাংলাদেশ বি সি পি সি স্হায়ী কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ হানিফ ]  ফেনী সদর ও জেলা সকল সাংবাদিক এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলা কারীকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com