বিশ্ব জনসংখ্যা দিবস ১১জুলাই ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মামুনুর রশীদ পলাশ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রায়পুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ ও সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, নারী শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি গুরুত্ব পায়।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মাঠ পর্যায়ের কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সোহেল মিয়া, পরিদর্শক,পরিবার পরিকল্পনা,চরবংশী
উপস্থিত অতিথিরা জনসংখ্যা বৃদ্ধির বর্তমান চিত্র ও তার প্রভাব নিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।