1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইউএনও’র উদ্যোগে নজর কেড়েছে ভালুকাবাসীর মিথ্যা তথ্য সরবরাহ ও সংবাদের মাধ্যমে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সোহাগ হত্যার বিচার দাবি জামায়াতের, বরগুনায় পরিবারকে সমবেদনা জানালেন জেলা আমীর ১৯শে জুলাই ঢাকায় সমাবেশ উপলক্ষে গনসংযোগ করে ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামি আমাদের শহর আমরাই পরিষ্কার রাখব এই স্লোগানে সি/বি/পি ক্লিন-আপ ড্রাইভ -২০২৫ অনুষ্ঠিত হয় কক্সবাজারে ফরিদগঞ্জের সাফুয়া গ্রামে কৃষি জমি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার লাখাইয়ে বিষ পানে গৃহবধূর মৃত্যু কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান ভোলা জেলা পুলিশের অপরাধ সভা অনুষ্ঠিত

ধামইরহাটে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ছাইদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাটে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল কে কেন্দ্র করে উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গঠনতন্ত্র বিরোধী ভোটার তালিকা প্রণয়ন, বিশেষ এক মহলকে বিজয়ী করার হীনষড়যন্ত্র ও ত্যাগী কারানির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সু-কৌশলে রাজনীতি বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেল পাঁচটায় ধামইরহাট বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী ও সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক (২ বার) এবং ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিনের নেতৃত্বে দলের ত্যাগী ও বঞ্চিত শতশত নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় সভাপতি পদপ্রার্থী মো. রুহুল আমিন বলেন, আসন্ন আগামি ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ধামইরহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলরকে কেন্দ্র করে গত ১৩ জুলাই রবিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও ভোটার তালিকা প্রদান করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নওগাঁ জেলা বিএনপির সদস্য মো. এমদাদুল হক মুকুল। প্রদানকৃত ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা গত ১৭ বছরে কোন আন্দোলন সংগ্রামে ছিলনা। পাশাপাশি উপজেলা বিএনপির আহবায়ক এবং যুগ্ম আহবায়ক সাক্ষরিত প্রতিটি ইউনিয়নের কমিটি প্রকাশ করা হলে সেই কমিটি বাতিল করে নওগাঁ জেলা বিএনপি তাদের মনমত লোকজন দিয়ে কমিটি তৈরি করেছেন। এই কমিটিতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নাম নেই। আমি নওগাঁ জেলা বিএনপি ও নির্বাচন পরিচালনা কমিটির নিকট দলের ত্যাগী নেতাকর্মীদের নামগুলো পূণরায় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।
মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র মো. রেজুয়ান হোসেন রনজু, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি মোসা. বেলী খাতুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের  আহবায়ক মামুনুর রশীদ মামুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদসহ উপজেলার সকল ইউনিয়নের ত্যাগী নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com