1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ভারতীয় ৪লাখ ৭৪হাজার জিলেট ব্লেড জব্দসহ দুইজন আটক শিবগঞ্জে বজ্রপাতে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে মির্জাপুর শ্রী শ্রী কালী দুর্গা মন্দিরে সংবর্ধনা লালপুরে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ২ লাখ মানুষ পানিবন্দি, দুভোর্গ ফুরাচ্ছে না; নোয়াখালীতে পানি নামছে ধীর গতিতে দানবীর প্রয়াত মৃদুল কান্তি দে’র স্মরণ সভা অনুষ্ঠিত মিঠাপুকুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা কসবায় জুলাই শহীদ দিবস পালিত কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে র‌্যার-১৫ এর ডগ স্কোয়াড টিম কর্তৃক অপরাধ নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা চাঁদাবাজির অভিযোগে বহিস্কৃত যুবদল নেতাকে আটক করে পুলিশে দিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু

“ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বিএনপি: অনিন্দ্য ইসলাম অমিত”

যশোর জেলা প্রতিনিধি মোঃ জুম্মান হোসেনঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

যশোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির একজন কর্মীও রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছেন | তিনি আরো বলেন, “যারা নির্বাচনকে পেছানো কিংবা অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে তারা কোন ক্রমেই গণতন্ত্রের বন্ধু হতে পারে না। যে ভাবে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছি, ঠিক একই ভাবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।”

মঙ্গলবার (১৫ জুলাই) যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, “৫ আগস্টের পর অনেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা কী ছিল, সেটি দেশবাসী জানে। বিএনপি কারও বিরুদ্ধে কটূক্তি শেখায়নি। আমাদের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কটূক্তির প্রতিবাদ জানাতে সংযম প্রদর্শন করলেও জনগণ কিন্তু সংযম প্রদর্শন করবে না। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণাতেই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, তিনি কৃষক-শ্রমিকসহ সব শ্রেণির মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নয় মাসে লাল-সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন।”
তারেক রহমানকে বাংলাদেশের ‘সমগ্র জাতির নেতা’ আখ্যায়িত করে তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমান প্রমাণ করেছেন, তিনি শুধু বিএনপির নয়, সমগ্র বাংলাদেশের নেতা। সেদিন তারেক রহমান জনগণের পাশে দাঁড়িয়েছিলেন বলেই আজ মানুষ সুস্থ জীবনযাপন করছে এবং রাজনীতি করার সুযোগ পাচ্ছে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে অমিত বলেন, “শত্রু এবং ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দেবেন না। সর্বোচ্চ সংযম প্রদর্শন করবেন। যে ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছেন, ঠিক সে ভাবেই জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রকৃত রাজনৈতিক জবাব দেওয়া সম্ভব হবে।”
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির। সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
এর আগে শহরের আর এন রোড নতুন বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com