জাইকার অর্থপুষ্ট ইউডিসিজিপি প্রকল্পের আওতায় কক্সবাজার পৌরসভার উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ১২ নং ওয়ার্ডের পর্যটন এলাকা কলাতলীতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে কলাতলী হোটেল সায়মন হতে ডলফিন মোড় হয়ে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা এবং পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং অভিভাবক ও উপস্থিত জনসাধারণকে নিয়ে বর্জ্য পৃথকীকরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
পরবর্তী কর্মসূচি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর ডলফিন মোড় হতে মেরিন ড্রাইভ বেলী হ্যাচারী পর্যন্ত আবাসিক ও বাণিজ্যিক এলাকাকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার সুবিধার্থে ১৯টি (১২০ লি. ধারণ ক্ষমতাসম্পন্ন) ডাস্টবিন এবং ১টি উন্নতমানের ভ্যানগাড়ি বিনসহ এলাকার কমিউনিটিকে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠান শেষে পর্যটন শহরের সড়ক এবং স্কুলের পরিবেশের সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মান্যবর প্রশাসক জনাব রুবাইয়া আফরোজ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের টীম লিডার, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা কনসালটেন্ট, প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী, কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা- কর্মচারিবৃন্দ।