পুরান ঢাকায় মিডফোর্ড এলাকায় ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার প্রতিবাদে সোহাগের গ্রামের বাড়িতে গিয়ে সমবেদনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা আমীর অধ্যাপক মাওঃ মহিবুল্লাহ হারুন এবং জেলার অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা সেখানে নিহত সোহাগের পরিবারকে সান্ত্বনা দেন এবং এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। পাশাপাশি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অধ্যাপক মহিবুল্লাহ হারুন বলেন, এটি একটি নৃশংস, পৈশাচিক হত্যাকাণ্ড।একজন পরিশ্রমী যুবককে এভাবে জীবন দিতে হবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় অসহায়, নির্যাতিত মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা এই পরিবারের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দেন। পরিশেষে নিহত সোহাগের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলেই এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ন্যায়বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে দাবি তোলার আহ্বান জানান।