খুলনার কয়রায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। আলোচনা সভায় শহীদদের আত্মত্যাগ ও আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা তাদের ত্যাগকে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বকস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, কয়রা থানার এসআই তারেক মাহমুদ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মো. মিজানুর রহমান, সাংবাদিক মো. গোলাম রব্বানী, গণ অধিকার পরিষদের কয়রা সভাপতি মো. ইয়াছিন আলী, জুলাই আন্দোলনের আহত ছাত্র আলতাপ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ুব আলী।
এই আয়োজনের মাধ্যমে কয়রা উপজেলায় জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানানো হয় এবং তাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।